কুড়িগ্রামের চিলমারীতে অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষকের চারটি ঘর, ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা, ৬০ মণ ধান, গরু ও হাস-মুরগিসহ অন্তত ৪ লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সিএনজিচালিত অটোরিক্সা ও মুদির দোকান পুড়ে গেছে। এতে ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উল্লাপাড়ার বেতবাড়ী গ্রামের আলহাজ্ব একাব আলী’র বাড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নলছিয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের জানালা ভেঙ্গে প্রবেশ করে আলমারি ভেঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ অক্টোবর) রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম মুক্ত প্রভাতকে বলেন, তেজগাঁও বাসস্ট্যান্ডের পাশে একটি গ্যারেজে আগুন লেগেছে। এতে সেখানে থাকা ৬ টি ট্রাক পুড়ে যায়।
নওগাঁর বদলগাছীতে গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে এক কৃষকের তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে এবং গরুগুলোকে বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গরুর মালিক কৃষক সামাদুল (৪২)।
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুন লেগে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নোয়াখালী সদর উপজেলার একটি মার্কেটে আগুনে পুড়ে নয়টি দোকান ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারে নি ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের অভিযোগ গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটেছে। এতে মুদি দোকান, চা দোকান, সমিলসহ ৮টি দোকান পুড়ে গেছে।
নোয়াখালীর সেনবাগে ১১টি দোকান ও গোডাউনসহ ১টি কাঠের আসবাবপত্র তৈরীর কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে