Terms and Conditions

Terms and Conditions (শর্তাবলী)

মুক্ত প্রভাত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করার সময় পাঠক, ভিজিটর অথবা ব্যবহারকারী তথ্য সুরক্ষিত রাখতে আমরা অঙ্গীকারবন্ধ। নিম্নোক্ত মাধ্যম থেকে সেবা গ্রহণের সময় তাদের যেসসব ব্যক্তিগত তথ্য সংগৃহীত হয়, এই গোপনীয়তার নীতি সেসবের ওপর প্রযোজ্য হবে:

* গোপনীয়তা নীতিসংবলিত মুক্ত প্রভাত যেকোনো ওয়েবসাইট

* সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো ওয়েবসাইটে মুক্ত প্রভাতের কনটেন্ট

* মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন (অ্যাপ)

মুক্ত প্রভাতের অ্যাপ্লিকেশন (অ্যাপ), ওয়েবসাইট বা কনটেন্টের ক্ষেত্রেই শুধু এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে। কোেনো নকল ওয়েবসাইট, পেজ বা গ্রুপে প্রচারিত বা মুক্ত প্রভাতের লোগো সংবলিত ভূয়া করনটেন্টের ক্ষেত্রে এই গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে না।

মুক্ত প্রভাত নানা উদ্দেশ্যে পাঠকদের তথ্য সংগ্রহ করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, পাঠকদের সেবা দেওয়া বা সেবার মান উন্নত করা এবং বিপণন ও প্রচারণার উদ্দেশ্যে এসব তথ্য সংগৃহীত হয়। এসব তথ্যের মধ্যে আছে—গ্রাহকের নাম, ঠিকা, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, বয়স, সামাজিক মাধ্যমের হিসাব ইত্যাদি (INFORMATION বা তথ্য)

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.