
কৃষকের স্বপ্ন
কুড়িগ্রামের চিলমারীতে অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষকের চারটি ঘর, ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা, ৬০ মণ ধান, গরু ও হাস-মুরগিসহ অন্তত ৪ লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মাধুমন্ডলের গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,উপজেলার পাত্রখাতা এলাকার কৃষক মজিবর রহমানের স্ত্রী ও ছেলের বউ মিলে রাতে রান্নাঘরে পিঠা ভাজছিলেন। হঠাৎ গরম তেলে পানি পড়ায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং মূহুর্তের মধ্যে বাড়ীতে থাকা ৪টি ঘরেই সে আগুন ছড়িয়ে পড়ে।
এতে ওই কৃষকের ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা, ৬০মণ ধান, ১টি গরু, ৪টি ছাগল ও ৩৫টি হাঁস-মুরগীসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বাড়ীতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সব কিছু পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় মজিবর রহমানের ছেলের বউয়ের শরীরের বিভিন্ন স্থান পুড়ে যাওয়ায় তাকে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো.খবরুল ইসলাম জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা গিয়েছিলাম। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা না থাকায় আমরা সেখানে পৌছতে পারিনি।