উল্লাপাড়া (সিরাজগঞ্জ): আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের লোকজন।—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়ার বেতবাড়ী গ্রামের আলহাজ্ব একাব আলী’র বাড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। একাবের অভিযোগ তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
আলহাজ্ব একাব আলী জানান, রাত ২টার দিকে তার গোয়াল ঘর ও খড়ের গাদায় আগুন লাগে। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী বসত ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘরে রক্ষিত ২টি শ্যালো মেশিন, ১টি ধান ভাঙ্গানো মেশিন, বড় এক ড্রাম জ্বালানিতেল বিভিন্ন ফসল, আসবাপত্র ও কাপড় চোপড় সবই পুড়ে যায়।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): আগুনে পুড়েছে কৃষকের সর্বস্ব ।—ছবি মুক্ত প্রভাত
পুড়ে যায় বিশাল খড়ের গাদা। সব মিলিয়ে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আলহাজ্ব একাব আলী অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরধরে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে মামলা করবেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তারা আগুন নেভান।