
—ছবি সংগৃহিত
কাতারের রাজধানীর দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় মঙ্গলবার। হামলার পর পরই দোহা শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া উড়তে দেখা যায়।
হামলার পর এক বিবৃতিতে বিষয় টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিবৃতিতে তারা দাবি করেছে, দোহায় অবস্থান করা হামাস নেতাদের লক্ষ্য করে স্বল্প পরিসরে হামলা চালানো হয়েছে।
তবে দোহা শহরের ঠিক কোথায় হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করে জানানো হয়নি। হামাসের মধ্যস্ততাকারী একটি প্রতিনিধি দল বৈঠক করছিলেন। মূলত তাদের হত্যার উদ্দেশ্যই ইসরায়েল ওই হামলা চালায়।
হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতার বলছে, যে ভবনে হামলা চালানো হয়েছে সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকেন।