তুই কী সমুদ্রের ঢেউ না কি...সাগরের শঙ্খ তুই কী নির্জন গাঙের আবছা অন্ধকারের ছায়ামূর্তি না কি...মেঘে ঢাকা চাঁদের আধো জোৎস্না আচ্ছা তুই কী রাত জাগা তারা,
তোমার আঙ্গুলের লেখা কেবল দহনে পারদ ঢেলে উৎতপ্ত করে তোলে সীমাহীন কল্পনাকে।
দীঘল সিন্ধুর পাড়ে যে আলোক রশ্মির স্ফুরণ হয় নরম জটায়ুর অন্ধকারে যে আলো ভোরের স্নিগ্ধ বাতাসে মিশে ছড়ায়ে যায় উন্মুক্ত উঠোন
সেই সব দিনের কথা মনে করে আরাশের চোখের কোনের চিক চিক করতে থাকা জল অঝোরে ঝরে পরে দু গাল বেয়ে। এতো প্রেম