থেকে যেও আমার ঘরের গোপন কোণে আমার অদৃশ্যের দৃশ্য হয়ে— কল্পনার বাস্তব হয়ে আমার সুখের অসুখ হয়ে এভাবেই, ঠিক এভাবেই।
একদিন এই রঙ,রূপ, গন্ধে, বর্নে ভরা পৃথিবীতে আমি থাকবো না। জানি সেদিনও ভোরে শুকতারা টা জেগে উঠবে। পাখির কিচিরমিচির করা শব্দ শুনতে শুনতে সাদা পাঞ্জাবি পড়ে,টুপি মাথায় দিয়ে হেটে হেটে কেউ মসজিদে যাবে।