সরকারের বেধেঁ দেওয়া দামকে উপেক্ষা করে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার হাটে আলু ও পেয়াজ বেশি দামে ক্রয় বিক্রয় হয়েছে।
জামালপুর জেলার মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইউরিয়া ও ডি এ পি বাংলা সার। খোঁজ নিয়ে দেখা গেছে দেওয়ানগঞ্জ উপজেলার মাদ্রাসারোড দেওয়ানগঞ্জ বাজারের মের্সাস হাসান এন্টারপ্রাইজে ইউরিয়া ও বি এডিসি সার বেশিদামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন কৃষকরা।
১২৩ টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েচে দেশের ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকও অন্যান্য ব্যাংকগুলোকে একই নির্দেশনা দিয়েছে। ডলারের ক্রয়মূল্য ১২৬ থেকে ১২৭ টাকায় ওঠার পর এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো।