
—ছবি সংগৃহিত
১২৩ টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েচে দেশের ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকও অন্যান্য ব্যাংকগুলোকে একই নির্দেশনা দিয়েছে। ডলারের ক্রয়মূল্য ১২৬ থেকে ১২৭ টাকায় ওঠার পর এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো।
অতিরিক্ত দামে ব্যাংকগুলো ডলার কেনার কারণে আমদানিকারদেরও বেশি দামে ডলার কিনতে হচ্ছে। একারণে আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ছে। বেসরকারি কয়েকটি ব্যাংকের ট্রেজারিপ্রধান এসব তথ্য জানিয়েছেন।
দেশের ডলার বাজার গত দুই বছর অস্থির ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিনিময় হার সংক্রান্ত কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার কারণে ডলার বাজার অনেকটা স্বাভাবিক হয়ে আসে।
ডিসেম্বরের মধ্যে আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দেওয়ার পর গত একমাস ধরে ডলারের বাজার আবার কিছুটা অস্থির হয়ে উঠেছে। কিছু কিছু ব্যাংক ১২৬-১২৭ টাকায় ডলার কেনার কারণে বাজারে ডলারের বিক্রয়মূল্য বেড়ে যায়। এই পরিস্থি নিয়ন্ত্রণে কঠোর হয় কেন্দ্রীয় ব্যায়ক। পরে ব্যাংকগুলো ১২৩ টাকার বেশি দামে ডলার না কেনার সিদ্ধান্ত নেয়।
মুক্ত/আরআই