বিয়ে মানেই শুধু একসঙ্গে থাকা নয়-এতে থাকে সম্মান, বোঝাপড়া আর ভালোবাসা। কিন্তু অনেক সময় না ভেবেই বলা কিছু কথা সম্পর্কে ফাটল ধরাতে পারে। স্বামী-স্ত্রীর বন্ধনকে অটুট রাখতে কিছু বিষয় একেবারেই বলা উচিত নয়।