ভয়ানক রূপ ধারণ করে দ্রুতই এগিয়ে আসছে দাবানল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস শহরের বাসিন্দারা জীবন বাঁচাতে দিকবিদিক ঘুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। অনেকেই আবার তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয় যেতে নিজেদের ব্যবহারের গাড়িও পেছনে ফেলে হেঁটে ছুটছেন।
বার্তাসংস্থা রয়টার্স বলেছে- প্যাসিফিক পালিসেইডসে তাদের ৬০টি বাড়ির মধ্যে মাত্র ৬ টি বাড়ি সেখানে অক্ষত রয়েছে। বাকীসব বাড়িঘর ভয়ঙ্কর দাবানলে পুড়ে ছাই হয়েগেছে বলে উল্লেখ করেছে। সেখানে ওই এলাকার প্রখ্যাত অভিনেত আর্নল্ডশোয়ের্জিনিগারের বাড়িও
দাবানলে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন অনেকেই। তাদের মধ্যে একজন রয়েছেন মার্কিন পপ তারকা বিয়েন্স। এছাড়া সম্প্রতি তার এক দাতব্য সংস্থার পক্ষ থেকে মোটা অঙ্কের সহায়তার কথা জানিয়েছেন তিনি।