দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র গড়ে তোলা হয়েছে রাজশাহীতে। প্রজননের উদ্দেশ্যে গাজিপুর সাফারি পার্ক থেকে একজোড়া ঘড়িয়াল জুটিকে আনা হয়েছে নতুন এই প্রজননকেন্দ্রটিতে। এখন অপেক্ষা প্রজনন মওসুমের। ঘড়িয়ালের যে জুটিকে আনা হয়েছে এখনো তাদের নাম দেওয়া হয়নি।