সাম্যের কবি, প্রেম, বিরহ ও বেদনার কবি, বিদ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ (২৫মে)। দিবসটি উদযাপন উপলক্ষে দিনাজপুরের
এই পঙক্তিমালা কবি কাজী নজরুল ইসলামের। ঈদুল আজহা বা বোরবানির ঈদকে জড়িয়ে থাকা বা উদযাপানের এম অনেক গান ও কবিতা আছে এই কবির। সাম্য, মানবতা ও ত্যাগের তাকিদ নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঘরে ঘরে আঁচ লেগেছে সেই উৎসবের, সমস্ত পশুত্বকে আর একবার বিসর্জনের উপলক্ষ এসেছে দেশে।