
সাম্যের কবি, প্রেম, বিরহ ও বেদনার কবি, বিদ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ (২৫মে)। দিবসটি উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা,নজরুল সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা: মোকলেদা খাতুন মীম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।