মানববন্ধনে বানভাসী শত শত নারী ও পুরষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে ওয়াসিম আকরা বলেন, বিগত ২৫-৩০ বছর ধরে বিছট গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভাঙন চলছে। অব্যহত নদী ভাঙনে শতাধিক বিঘা ফসলি জমি ও ঘরবাড়ি।