সাদা বক, বাদুর, শামুকখোলদের বসবাস ‘শাহাপুর গ্রামে’। গ্রামের বড় বড় গাছে তাদের আবাস্থল। পাখিদের কিচিরমিচিরে গ্রামটিতে সকাল হয়Ñসন্ধা নামে। প্রায় বছর তিনেক ধরে গ্রামটিতে রয়েছে পাখিদের অবাদ বিচরণ। গাছগুলো পরিণত হয়েছে অভয়াশ্রমে।