গাছ একটি হলেও মাথা ১১টি। সবগুলো মাথাই স্বমহিমায় সতেজ। মাথাগুলো ফলও দিচ্ছে। একটা গাছের এতো মাথা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহলের শেষ নেই। গাছটি সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখা না থাকলেও কেউ এটিকে প্রাকৃতিক নিদর্শন মনে করছেন, কেউবা অলৌকিক আখ্যা দিচ্ছেন।