ফসলি মাঠে আপন মনে ঘুরছিল একটি বাগডাশ (গন্ধগোকুল)। স্থানীয় যুবকেরা প্রাণিটিকে ঘুরে বেড়াতে দেখে আটকের চিন্তা করে। একপর্যায়ে জাল দিয়ে এটিকে আটক করা হয়। বন্দী করা হয় খাঁচায়। প্রাণিটিকে দেখতে ভিড় জমায় উৎসুখ মানুষ।