কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫৪৪টিটি অলিভ রিডলি প্রজাতির কাছিমছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস পয়েন্টে কাছিমছানাগুলো অবমুক্ত করা হয়।