কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৭০ টি কাছিমের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বরি)। কাছিমগুলো জলপাই রঙের বা অলিভ রিডলি প্রজাতির।
কক্সবাজার সৈকত থেকে একদিনে আরও ১৪ কাছিমের মরদেহ পাওয়া গেছে। এই নিয়ে গত ২৭দিনে ৯৮ টি কাছিমের মরদেহের উদ্ধারের কথা সাংবাদিকদের জানিয়েছেন রোরির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভূঁইয়া।
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫৪৪টিটি অলিভ রিডলি প্রজাতির কাছিমছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস পয়েন্টে কাছিমছানাগুলো অবমুক্ত করা হয়।