চলনবিলের প্রত্যন্ত গ্রাম খুবজীপুর। তীর ধনুকও যে খেলার সামগ্রী হয়—এটা জানতেন না এই গ্রামের মানুষ। তবে এবার প্রাচীণ সভ্যতার সেই তীর ধনুককে আধুনিক সভ্যতার ‘আরচ্যারী’ হিসেবে দেখলেন এখানকার নানা শ্রেণিপেশার শত শত মানুষ।