আছমা বেগমকে (২০) অন্তসত্তা অবস্থায় তালাক দিয়েছিলেন স্বামী। সেই থেকে বাপের বাড়িতে থাকেন আছমা। স্বামী ঘর ছাড়া করায়, প্রতিবেশিদের ছোট-বড় কথা গিলতে হতো। নিরুপায় হয়ে নারী সহায়তা কেন্দ্রে অভিযোগ দিয়ে ছিলেন তিনি। অভিযোগের দুই সপ্তাহের মধ্যে আবারো জুড়েযায় তার সংসার।
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুটি এখন দশ মাসের অন্তসত্তা। শৈশবের গন্ডি না পেরোনো এই শিশু নিজের গর্ভে বড় করছে আরেক শিশুকে। সন্তান প্রসবের সময় এগিয়ে আসায় শারীরিক-মানসিক পরিবর্তনে বিপর্যস্ত জীবন তার। শ্যামলা গড়নের মুখটা-কালো কুচকুচে হয়ে গেছে।