পাত্রী দেখতে গিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে নিখোঁজ হওয়া ৩ বন্ধুর হদিস মেলেনি ২০ দিনেও। পরিবার পরিজন রয়েছে দারুণ উদ্বেগ উৎকন্ঠায়। যোগাযোগ বিছিন্ন থাকায় জীবত আছে নাকি মারা গেছে তাও বুঝতে পারছে না নিখোঁজ হওয়া তিন বন্ধুর পরিবার।