
—ছবি মুক্ত প্রভাত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে সরকারি বেসরকারি মিলিয়ে ২ হাজার ২০০—েএর বেশি কলেজ রয়েছে। এর মধ্যে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়।
এসব প্রতিষ্ঠান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ডের মতো কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় ৩৪ লাখ শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে দুরূহ কাজ।
আরো পড়ুন———
> পাঠদান নিয়ে শিক্ষকদের প্রতি নির্দেশনা
> শিক্ষকদের পদোন্নতি নিয়ে নতুন সিদ্ধান্ত
> শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে থাকছে না রাজনৈতিক ব্যক্তি, সভাপতি হবেন যিনি
তাই কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সংশ্লিষ্ট এলাকার ডিগ্রি পর্যায়ের কলেজগুলোকে এসব বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনা।
কমিশন বলছে— জেলা ও বিভাগীয় পর্যায়ে একটি প্রধান কলেজ নির্বাচন করে সেগুলোকে ‘উচ্চশিক্ষার বিশেষ প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
আরো পড়ুন———
> এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা নিয়ে যা হতে যাচ্ছে
> অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ, কমছে কমিটির ক্ষমতা
এছাড়া পিএইচডি ডিগ্রিধারী এবং যাদের গবেষণা প্রকাশনা আছে, এমন শিক্ষকদের এসব প্রতিষ্ঠানে নিয়োগ বা পদায়ন করতে হবে। অন্যদিকে সব বিভাগে সরকারি পর্যায়ে বিশেষায়িত (উচ্চশিক্ষা) মাদরাসা প্রতিষ্ঠার সুপারিশ করেছে কমিশন।
একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে কলেজ ও স্কুলের জন্য আলাদা করে দুটি অধিদপ্তর করার সুপারিশও করা হয়েছে। তাছাড়া রাজনৈতিক ব্যক্তিদের বাদ রেখে সরকারি কর্মকর্তাদের পরিচলনা কমিটির দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।