
—ছবি মুক্ত প্রভাত
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অযাচিত প্রভাব বিস্তার, শিক্ষকদের সাথে অসদাচরণ এমন কি শিক্ষক-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ রয়েছে।
সভপতি রাজনৈতিক ব্যক্তি হওয়ায় সভাপতির দাপটে তটস্থ থাকতে হয়েছে শিক্ষক-কর্মচারীদের। তবে এই পরিস্থিতির পরিবর্তন আসতে যাচ্ছে। যদিও এর আগে পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে নানা ধরণের নিয়ম নীতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়েছে।
আরো পড়ুন———
> কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার সুপারিশ
> পাঠদান নিয়ে শিক্ষকদের প্রতি নির্দেশনা
> শিক্ষকদের পদোন্নতি নিয়ে নতুন সিদ্ধান্ত
> এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা নিয়ে যা হতে যাচ্ছে
> অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ, কমছে কমিটির ক্ষমতা
এবার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের না রাখার সুপারিশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে কলেজ ও স্কুলের জন্য আলাদা করে দুটি অধিদপ্তর করার সুপারিশও করা হয়েছে। তাছাড়া রাজনৈতিক ব্যক্তিদের বাদ রেখে সরকারি কর্মকর্তাদের পরিচলনা কমিটির দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
গত বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ তুলে দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান।