
—ছবি মুক্ত প্রভাত
পাঠদান নিয়ে শিক্ষকদের প্রতি নতুন এক নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনায় বলা হয়ছে, শ্রেণিকক্ষে কোনো শিক্ষক মোবাইল ফোন নিতে এবং ব্যবহার করতে পারবেন না।
এছাড়া বিদ্যালয় চলকালিন সময়ে অপ্রয়োজনীয় কাগজপত্রসহ অন্য কিছু বিদ্যালয়ের আঙ্গিনার মধ্যে পোড়াতে পারবেন না। বিদ্যালয় পড়েনা এমন কোনো শিশুকেও সঙ্গে আনতে পারবেন না শিক্ষকেরা।
আরো পড়ুন———
> বদলি প্রক্রিয়ায় বৈষম্যে বেসরকারি শিক্ষকদের অসন্তোষ
> বেরসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা
> এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা নিয়ে যা হতে যাচ্ছে
> অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ, কমছে কমিটির ক্ষমতা
এসব নির্দেশনা জারি করা হয়েছে চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় চলাকালীন অগ্নিদগ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে চাঁদপুরের শিক্ষকদের এই ধরণের কঠোর নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বুধবার চাঁদপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই নির্দেশনার চিঠি পেয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয় চলাকালীন সময়ে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কোনোক্রমেই বেত্রাঘাত করা যাবে না। শিক্ষার্থীরা অপমান বোধ করে এই ধরণের কোনো কথাও বলা যাবে না। হঠাৎ অসুস্থ হলে সেই শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দিতে হবে। শিক্ষকদের কোনো ব্যক্তিগত কাজ করানো যাবে না শিক্ষার্থীদের দিয়ে।
ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। বিরতির পর পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি পুনরায় নিশ্চিত করতে হবে।