
—ছবি মুক্ত প্রভাত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে গত ১৯ ডিসেম্বর বেসরকারি শিক্ষকদের বদলির জন্য প্রজ্ঞাপন জারি করেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আরো পড়ুন———
> বেরসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা
> এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা নিয়ে যা হতে যাচ্ছে
বদলির এই প্রজ্ঞাপনে শিক্ষকদের বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষকেরা। প্রজ্ঞাপন অনুযায়ি শুধুমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হয়েছে। বদলি প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে সুপারিশের বাইরে থাকা শিক্ষকদের। এই বৈষম্যের ফলে শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ বিড়াজ করছে।
আরো পড়ুন———
> শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মাউশির জরুরী নির্দেশনা
> যেসব শর্তে বদলি হতে পারবেন শিক্ষকরা, সবশেষ নীতিমালায় যা আছে
শিক্ষকরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকরা বদলির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। বদলি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচিও দিয়েছে শিক্ষকরা। অথচ বদলি নীতিমালা জারি করা হয়েছে ঠিকই—কিন্তু তাতে ব্যপক বৈষম্য রাখা হয়েছে। বদলি প্রক্রিয়া নিয়ে জারি করা নীতিমালায় বৈষম্য রাখায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। তীব্র অসন্তোষের ফলে পাঠদান ব্যহতের শঙ্কাও রয়েছে।
পাবনার ছাইকোলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সাজেদুর রহমান মুক্ত প্রভাতকে বলেন, বদলি প্রক্রিয়া চালু না থাকায় শিক্ষকরা নিদারুণ কষ্টে ভুগেছেন। এখন আবার বদলি চালু হয়েছে। অথচ বৈষম্য দূর করা হয়নি। বদলি না থাকায় যেসব সমস্যয় ভুগছিলেন শিক্ষকরা, বদলি চালও হওয়ার পর সেসব সমস্যা সমস্যই থেকে যাচ্ছে। সমাধান হচ্ছে না। একারণে পাঠদানের ক্ষেত্রে এবং অন্যান্য দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা যথাযতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না।
আরো পড়ুন———
> শিক্ষকদের বদলি শুরু, আবেদন চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত
> শিক্ষকদের এমপিও নিয়ে এনটিআরসিএ’র নতুন সিদ্ধান্ত
তিনি বলেন, বদলির সুযোগ বঞ্চিত হওয়ার ফলে তার মতো হাজারো শিক্ষক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বদলি হতে না পেরে অনেক শিক্ষককে চাকরি থেকে অব্যহতি নিতেও দেখেছেন তাারা।
শিক্ষক শাহাদত হোসেন মুক্ত প্রভাতকে জানালেন, শিক্ষকদের বদলির ক্ষেত্রে সব ধরণের বৈষম্য দূর করে এনটিআরসিএ এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য ওই নীতিমালা সংশোধন করে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির আওতায় আনার দাবি তাদের। এই প্রক্রিয়া চালু করা হলে শিক্ষকরা প্রাণ চাঞ্চল্য ফিরে পাবেন। এতে পাঠদান কার্যক্রমও ভালো হবে। তাই বেসরকারি শিক্ষকরা বৈষম্যমুক্ত বদলি প্রক্রিয়া চালুর দাবি জানান।
মুক্ত/আরআই