
—ছবি মুক্ত প্রভাত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরী নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
নির্দেশনায় মাউশি বলছে— সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরণের অপপ্রচার এবং গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আরো পড়ুন———
> জাল সনদধারী শিক্ষকদের নিয়ে যে সিদ্ধান্ত হলো
> শিক্ষকরা রাজনীতি করলে ব্যবস্থা
> শিক্ষকদের জন্য সুখবর দিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
> শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত
অপ্রপচার এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে এসব বিষয়ে সরকারকে অবহিত করার কথাও বলা হয়েছে।
দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আরো পড়ুন———
> আরো এক লাখ শিক্ষক এই সপ্তাহে ইএফটিতে বেতন পাবেন
> যেসব শর্তে বদলি হতে পারবেন শিক্ষকরা, সবশেষ নীতিমালায় যা আছে
> জাল সনদধারী শিক্ষকদের বেতনের টাকা ফেরতের নির্দেশ
> বদলি কার্যক্রম বন্ধ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তার নির্দেশে, ভোগান্তিতে কয়েক লাখ শিক্ষক
এনিয়ে গত ১৫ জানুয়ারি এসব নির্দেশনা দিয়ে পত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
মাউশির নির্দেশনায় আরো বলা হয়েছে— শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার জন্য সিদ্ধান্ত নে ওয়া হয়েছে।
ওই নির্দেশনা মোতাবেক জেলা ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা, গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
মুক্ত/আরআই