
—ছবি মুক্ত প্রভাত
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন একটি সুখবর আসছে। খুব শিগগিরি শিক্ষা উপদেষ্টা বেসরকারি পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে নতুন একটি ঘোষণা দেবেন।
আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি দল এই বিষয়টি মুক্ত প্রভাতকে নিশ্চিত করেছে।
আরো পড়ুন———
> বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি
> শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত
তাদের ভাষ্যমতে, এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির শিক্ষক প্রতিনিধিদের কাছে বিষয়টি জানিয়েছেন।
সেই সঙ্গে শিক্ষকদের ধৈর্য ধরার অনুরোধও জানান সচিব। তার সঙ্গে বৈঠকের পর মুক্ত প্রভাতকে বিষয়টি জানিয়েছেন শিক্ষকদের একাধিক নেতা।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতাসহ নানা বিষয়ে আলোচনা করেন জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের ছয় সদস্যের প্রতিনিধি দল।
আরো পড়ুন———
> আন্দোলনরত নিবন্ধনধারীদের দাবি পূরণ হচ্ছে
> বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি
> জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদের নানা বিষয়ে আশ্বস্ত করেন। তিনি শিক্ষকদের উদ্যেশে বলেন, ‘আমাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সভা হয়েছে। সেই সভা শেষে আমি আপনাদের বসেছি। আশা করি খুব শিগগিরিই এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা। সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।
আন্দোলনরত শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে জাতীয়করণসহ নানা বিষয়ে বৈঠকের কথা বা সরকারের কোনো প্রতিনিধি আন্দোলনস্থলে এসে সুনির্দিষ্টভাবে ঘোষণা দেননি। তাই তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।