
জামালপুর: রিমান্ড শেষে আদালতে নেওয়া হচ্ছে ইউপি চেয়ারম্যান বাবুকে।-ছবি মুক্ত প্রভাত
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউনিয়ান পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৩ জুন) দুপুরে তাকে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে নেওয়া হয়।
জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী বলেন, গত বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে ৬ জনের মধ্যে দুই আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আজ (শুক্রবার) প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুর ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।
আপনার জন্য নির্বাচিত |
এর আগে ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে পিটিয়ে গুরুতর আহত করা হয় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১৫ জুন তিনি মারা যান।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের কাচারী পাড়ায় পাটহাটি পৌছিলে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে হিচঁড়ে নামিয়ে ব্যাপক মারধর করা হয়।
এক পর্যায়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। ঐ রাতে প্রথমে বকসিগঞ্জ উপজেলা হাসপাতালে পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পরে তার আরো অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ১৫ জুন বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ হত্যাকান্ডের ঘটনায় সিসি ফুটেজে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সম্পৃক্ততা উঠে আসে।
প্রাসঙ্গিক
|