
—ছবি মুক্ত প্রভাত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষকরা। এবার বেসরকারি শিক্ষকদের, এই আন্দোলনের স্লোগান দেওয়া হয়েছে 'চল চল ঢাকা চল, জাতীয়করণ আদায় করো।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, বাড়িভাড়াসহ নানা দাবি রয়েছে এই কর্মূসিচর মধ্যে।
জাতীয়করণের এই দাবি শনিবারের মধ্যে না মানা হলে আগামী রোববার থেকে অবস্থান কর্মসূচির সাথে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
আরো পড়ুন———
> বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি
> শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত
> আন্দোলনরত নিবন্ধনধারীদের দাবি পূরণ হচ্ছে
> বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের এই কর্মসূচিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন।
শিক্ষক নেতা আবুল বাসার বলেন, ‘শিক্ষকদের জাতীয়করণের দাবি যৌক্তিক। আমরা আশা করি সরকার এই যৌক্তিক দাবি মেনে নেবে। ইতিমধ্যে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।যদি দাবি না মানা হয়, তাহলে কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
আন্দোলনকারী শিক্ষকেরা বলেন, জাতীয়করণের ব্যপারে সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরবেন না তারা। অবিলম্বে সরকার এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান তাদের।
একই সঙ্গে দেশের সব এমপিও শিক্ষক-কর্মচারীদের জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বানও জানান তারা।