১৩ ফেব্রুয়ারি, ২০২৫

বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি

বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি

বেতন ভাতার জন্য নতুন শিক্ষকদের নতুন একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ওই নির্দেশনায় বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মন্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ইএফটিতে পেতে হলে ভুল তধ্য সংশোধন করতে হবে।

তথ্য সংশোধনের সময়ও বেঁধে দিয়েছে মাউশি। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে এক অফিস আদেশ জারি করেছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিপ্তরে পাঠাবেন। সংশোধনি সেই তথ্য শিক্ষা কর্মকর্তারা পাঠাবেন ১১ মার্চ থেকে। জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠানোর সময় দেওয়া হয়েছে ১৭ মার্চের মধ্যে। এছাড়া আঞ্চলিক উপপরিচালকের অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাতে হবে ৩০ মার্চের মধ্যে।

আরো পড়ুন———

> শিক্ষক নিয়োগে নতুন সুপারিশ

> শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত

> আন্দোলনরত নিবন্ধনধারীদের দাবি পূরণ হচ্ছে

> জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের অবস্থান শুরু


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা সংশোধিত তথ্য অনুমোদন দেবে ৭ এপ্র্রিলের মধ্যে।

নির্ধারিত এই সময়ের মধ্যে তথ্য সংশোধন না হলে ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ওই নির্দেশনায় আরো বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে মাউশিতে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে তথ্য পাঠানো হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে এমপিও’র তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং ব্যাংকের সঠিক তথ্য দেওয়ায় ১ লাখ ৮৯ হাজার ৯০৭ জন শিক্ষক কর্মচারী ২০২৪ সালের ডিসেম্বরর এমপিও প্রথম ধাপে ইএফটিতে পেয়েছেন।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিওশিটের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মিল নেই অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে, কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন ১ লাখ ৫২ হাজার ২২০ জন শিক্ষক কর্মচারীরর ‍ডিসেম্বরের এমপিও দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইএফটিতে পাঠানো হয়েছে।

মাউশি বলছে, এমপিওশিটে নাম এবং এনআইডির নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন ৮ হাজার ২৩৮ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বরের এমপিও কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যাচাইয়ের জন্য আবাস প্লাস প্লাসে পাঠানো হয়েছে ৮ হাজার ৮৮৭ জন শিক্ষক কর্মচারীর তথ্য।

যে সক শিক্ষক কর্মচারীর এমপিওশিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও’র অর্থ ইএফটিতে পাঠানো সম্ভব হচ্ছে না।

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে যে সব শিক্ষক কর্মচারীরর ডিসেম্বরের এমপিও ইএফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি তাদেরকে  উল্লিখিত সূচি অনুযায়ী ২০২২ সালের ২৭ অক্টোবর পত্রের নির্দেশনা অনুয়ায়ী অনলাইন এমপিও সিষ্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যাথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিও’র অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।