সুমন দাস
তুমি বহমান 'স্রোত'-
জীবন সংগ্রামের 'হাতিয়ার' প্রতিটিক্ষণে অবিরাম ক্ষয়জাত পন্য,
প্রাপ্যটুকু সময়কে মর্যাদাদানে অর্জিত পদচিহ্নতে 'পরিশ্রমীরা' ধন্য।
তুমি আমৃত্যু 'প্রকৃতিসত্তা'-
সময়ানুবর্তিতার হাস্যোজ্জ্বল বেলায় প্রস্ফুটিত 'ভবিষ্যৎ' ভাগ্যেদ্বারে মিলে,
বিধাতার বিধানে অবমূল্যায়ন সময়কে 'জীবনচক্র' অন্ধকারের জলে।
তুমি বৃষ্টিস্নাত 'রংধনু'-
সময়ের চঞ্চলতায় 'ঋতুর' আবির্ভাব মুক্তাকাশে নানারঙের ছবি,
চিন্তাশক্তির উপত্যকায় সৃষ্টিলগ্নহতে ছন্দরস ছড়িয়েছে 'মুক্তিকামী' কবি।
তুমি মানবজীবনের 'মহাশিক্ষক'-
ক্ষমতা-পেশীশক্তির আস্ফালনে দুর্বিপাকে মেহনতি 'মনুষ্যজাতি-সমাজ',
'পাঞ্জেরীরূপে' সময়ের দীক্ষামন্ত্রে বলবানদের মুখ-মন্ডলে বিষন্নতার ভাঁজ।
তুমি সুখে-দুঃখে 'মহারথী'-
'আয়ুকালের ক্যালেন্ডারে' অবধারিত ললাটে ভাল-মন্দ হিসাবনিকাশের 'বাটখারা',
সাফল্যের পিরামিড আহরোণে; অসহায়ত্ব বিসর্জনে 'লোচনপাতা' দিশেহারা।
তুমি জ্বলন্ত 'মঙ্গলপ্রদীপ'-
সময়ের অন্তর্জালে 'ধনী-গরিব' বাছবিচারহীন; কর্তব্যনিষ্টা হৃদয়ঙ্গমের ধারক,
সততার হিমালয়ের 'বিজয়মালা' আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাভাশিখার স্মারক।
তুমি ডুবন্ত 'মায়াস্মৃতি'-
ঋতুরাজে সজীবতা; কালক্ষেপণে শূণ্যপাতা; ঝলসানো খাঁটি 'হীরাপান্না',
অতীতস্বপ্ন হারিয়েছে নোনাজলে; 'সময়দ্বারে' স্মৃতির হৃদয়বিদারক বোবাকান্না।