
—ছবি মুক্ত প্রভাত
ঢাকার পল্টনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মিদের উপরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ১০টায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলটি শিবদিঘী জুলাই চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে পুনরায় জুলাই চত্বরে সমাপ্ত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু জাফর আলী,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ। বক্তারা অবিলম্বে ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মিদের উপর হামলাকারীদের শাস্তি দাবী করেন।