৩০ আগস্ট, ২০২৫

ভিপি নুরের উপরে হামলা প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

ভিপি নুরের উপরে হামলা প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

ঢাকার পল্টনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মিদের উপরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ১০টায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলটি শিবদিঘী জুলাই চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে পুনরায় জুলাই চত্বরে সমাপ্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু জাফর আলী,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ। বক্তারা অবিলম্বে ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মিদের উপর হামলাকারীদের শাস্তি দাবী করেন।