
ধুনটে পুস্তুক ব্যবসায়ীর কাছে অব্যবহৃত সরকারি পাঠ্যবই বিক্রয়
বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরনের জন্য বরাদ্দকৃত ২০২৫ সালের সরকারি পাঠ্যবই পুস্তুক ব্যবসায়ীর কাছে বিক্রয়ের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি অটোভ্যানসহ প্রায় ৮০০ অবিতরনকৃত পাঠ্যবই জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেল ৪টায় ধুনট শহরের কাঁচা বাজার সড়কে পুস্তুক ব্যবসায়ীর গুদাম এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইসমাইল হোসেন মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও ধুনট অফিসার পাড়ার মোজাম্মেল হকের ছেলে মইনুল ইসলাম ওরফে মুঞ্জুরুল (৩২)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম একটি অটোভ্যানযোগে ২০২৫ সালের সরকারি অব্যবহৃত পাঠ্যবই ব্যবসায়ী মইনুল ইসলামের কাছে বিক্রয় করে। ওই অটোভ্যানে তৃতীয় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৮০০ পাঠ্যবই রয়েছে।
বুধবার বিকেল ৪টায় শফিকুল ইসলাম অটোভ্যানে করে পাঠ্যবই গুলো পুস্তুক ব্যবসায়ী মইনুল ইসলামের গুদামে নেমে দিতে থাকে। এসময় স্থানীয় জনগন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধুনট থানার ওসিকে অবহিত করে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ও ধুনট থানার এসআই নয়ন কুমার দ্রত ঘটনাস্থলে পৌছে পাঠ্যবইসহ শফিকুল ও মইনুলকে গ্রেফতার করে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধুনট উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করতে বলা হয়েছে। ধুনট থানার এসআই নয়ন কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।