
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): আত্মকর্মসংস্থানের জন্য ৩১ নারীকে ক্ষুদ্র ঋণের চেক দেওয়া হয়।-ছবি মুক্ত প্রভাত
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩১ জন নারীকে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) ঋণের চেক এসব নারীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলা মহিলার বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন মুক্ত প্রভাতকে বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ইতোপূর্বে বেকার নারীদের সেলাই, ব্লক বাটিক, বিউটিফিকেশন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মূলত সেসব নারীদের স্বাবলম্বি করে গড়ে তুলতে এই ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে।
ঋণ প্রদানের ফলে এসব নারী কর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী হতে পারবেন।