
—ছবি মুক্ত প্রভাত
"STAND FOR NID" ব্যানারে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবন্দ।
বৃহস্পতিবার ১৩ই মার্চ সকাল ১১টায় বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের ব্যস্থবায়নে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় কর্মচারীরা বলেন, "SAVE NID-PROJECT VOTER LIST-ENSURE DEMOCRACY" বর্তমান সরকার চাচ্ছে নির্বাচন কমিশন, জন্মনিবন্ধন কার্যক্রম এবং পাসপোর্ট অফিসকে একটি কমিশনে নিতে। আমরা চাই স্বাধীন কমিশন যদি এমনটি হয় তাহলে কাজে জটিলতা আরও বাড়বে। তাই আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছি।