১৪ মার্চ, ২০২৫

২ঘন্টা কর্মবিরতি দিয়ে নির্বাচন অফিসের মানববন্ধন

২ঘন্টা কর্মবিরতি দিয়ে নির্বাচন অফিসের মানববন্ধন

"STAND FOR NID" ব‍্যানারে সারাদেশের ন‍্যায় নওগাঁর বদলগাছীতে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে  মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবন্দ।

বৃহস্পতিবার ১৩ই মার্চ সকাল ১১টায় বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের ব‍্যস্থবায়নে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। 

এসময় কর্মচারীরা বলেন, "SAVE NID-PROJECT VOTER LIST-ENSURE DEMOCRACY" বর্তমান সরকার চাচ্ছে নির্বাচন কমিশন, জন্মনিবন্ধন কার্যক্রম এবং পাসপোর্ট অফিসকে একটি কমিশনে নিতে। আমরা চাই স্বাধীন কমিশন যদি এমনটি হয় তাহলে কাজে জটিলতা আরও বাড়বে। তাই আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছি।