
—ছবি মুক্ত প্রভাত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তির চূড়ান্ত সুপারিশের পর আবার এমপিও পেতে পদে পদে ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় শিক্ষা প্রশাসনসহ উপজেলা, জেলা শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়ে ঘুরতে হয় শিক্ষকদের। তবে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের ভোগান্তি রোধে ব্যবস্থা নিতে যাচ্ছে।
আরো পড়ুন———
> শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মাউশির জরুরী নির্দেশন
> শিক্ষকরা রাজনীতি করলে ব্যবস্থা
> শিক্ষকদের জন্য সুখবর দিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
> শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, শিক্ষকদের এই ভোগান্তি রোধে এনটিআরসিএর মাধ্যমেই একসঙ্গে নিয়োগের সুপারিশ ও এমপিওভুত্তি করা যায় কি না, তা পর্যালোচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।
আরো পড়ুন———
> যেসব শর্তে বদলি হতে পারবেন শিক্ষকরা, সবশেষ নীতিমালায় যা আছে
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষাখাতে এখনও চরম বিশৃঙ্খলা রয়েছে। প্রথমে বিশৃঙ্খলা দূর করে দুর্নীতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এরপরে শিক্ষাখাতে বরেণ্যদের একটি ‘শিক্ষাখাতের উপদেস্টা পরিষধ’ গঠন করার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি বলেন, প্রাইমারি স্কুল খারাপ হলে, মাধ্যমিকেও খারাপ হবে। তারা গ্রাজুয়েশন শেষ করে তারাই তো আবার শিক্ষক হবে, পড়াবে। এভাবে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ে।
মুক্ত/আরআই