আরো পড়ুন———
» শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষকদের কর্মসূচি শুরু
» বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের দাবি
» বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
» বেসরকারি শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন
» যেসব শর্তে বদলি হতে পারবেন বেসরকারি শিক্ষকরা
» শিক্ষকরা নতুন দায়িত্ব পাচ্ছেন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণ, পতিত সরকারের আমলে শিক্ষা গুরুত্বপূর্ণ সব দপ্তরে পদায়ন পাওয়া শিক্ষা প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, দ্রুত বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সকল সদস্যদের প্রত্যাহার সহ বেশ কয়েকটা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব ড. শেখ আব্দুর রশীদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্ব নেতৃবৃন্দ।
এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণসহ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সকাল ৯ টায় শিক্ষা সচিব এবং সকাল ১১ টায় শিক্ষা উপদেষ্টার সাথে পৃথক মতবিনিময় করেন তারা।মতবিনিময়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেন সহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবি বাস্তবায়নের মতবিনিময় সভায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, যত দ্রুত সম্ভব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণ করতে হবে। সারাদেশে শিক্ষক হেনস্থা এবং শিক্ষকদের যে অসম্মান করা হচ্ছে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবসর সুবিধা/কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করা; অবসর সুবিধা/কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে। ১লা জুলাই ২০২৪ থেকে চাকুরির অবসর বয়স সীমা ৬৫ বছর করতে হবে। একটি প্রজ্ঞাপন জারি করে যে সমস্ত শিক্ষক—কর্মচারী চাকুরিচ্যুত হয়েছেন তাদের পুনর্বহাল করে যাবতীয় বকেয়া বেতন সহ বেতন—ভাতাদি চালু করতে হবে।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেন বলেন, প্রজ্ঞাপন জারী করে ২০২৩ খ্রীঃ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে । নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির (কাঠামোবদ্ধ প্ৰশ্ন পদ্ধতি) উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। উহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারীর এমপিও'র জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দাবি বাস্তবায়নের পৃথক মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব ড. শেখ আব্দুর রশীদ ঐক্যজোটের দাবির সাথে একতম পোষণ করেন এবং দাবিগুলো যৌক্তিক বলে উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।-সূত্র দৈনিক শিক্ষা