
ট্রেন চলাচল বন্ধ!
সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে মালবাহী দুটি বগি লাইনচ্যুত হয় বলে জানা গেছে। শুক্রবার দুপুরের দিকে উল্লাপাড়া ষ্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো রকম আহত বা নিহত হয়নি বলে জানায় ষ্টেশন কর্তৃপক্ষ।
সিরাজগঞ্জের রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এসেছি। বিষয়টি শীঘ্রই সমাধানের চেষ্টা করা হচ্ছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান- ঘটনা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা করছি।