৫ মে, ২০২৩

উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল বন্ধ!

উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল বন্ধ!
সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে মালবাহী দুটি বগি লাইনচ্যুত হয় বলে জানা গেছে। শুক্রবার দুপুরের দিকে উল্লাপাড়া ষ্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো রকম আহত বা নিহত হয়নি বলে জানায় ষ্টেশন কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এসেছি। বিষয়টি শীঘ্রই সমাধানের চেষ্টা করা হচ্ছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান- ঘটনা শুনেছি। ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা করছি।