
বিএনপির গায়েবানা জানাজা
কোটাসংস্কার আন্দোলন কর্মসূচিতে নিহতদের স্মরণে ঝালকাঠিতে গায়েবানা জানাজা আদায় করেছে জেলা বিএনপি। বুধবার দুপুর ২ টায় শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় অংশ নেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাতা হোসেন ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানসহ দলীয় নেতাকর্মীরা। জানাজা শেষে জেলা ছাত্রদল নেতাকর্মীরা কোটাসংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ ৬ জন নিহত হওয়ার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে সেটি পুলিশের বাঁধার মুখে পড়ে।