১৭ জুলাই, ২০২৪

কোটাসংস্কার আন্দোলন কর্মসূচিতে নিহতদের স্মরণে ঝালকাঠিতে বিএনপির গায়েবানা জানাজা

কোটাসংস্কার আন্দোলন কর্মসূচিতে নিহতদের স্মরণে ঝালকাঠিতে বিএনপির গায়েবানা জানাজা

কোটাসংস্কার আন্দোলন কর্মসূচিতে নিহতদের স্মরণে ঝালকাঠিতে গায়েবানা জানাজা আদায় করেছে জেলা বিএনপি। বুধবার  দুপুর ২ টায়  শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

গায়েবানা জানাজায় অংশ নেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট  সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাতা হোসেন ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানসহ দলীয় নেতাকর্মীরা। জানাজা শেষে জেলা ছাত্রদল নেতাকর্মীরা কোটাসংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ ৬ জন নিহত হওয়ার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে সেটি পুলিশের বাঁধার মুখে পড়ে।