দীর্ঘদিন ধরে বেকার জীবন কাটিয়ে হতাশাগ্রস্থ এবনুল হাসান সজল (৩২) নামের এক প্রকৌশলী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সজল এই মহল্লার আবু তাহেরের ছেলে। ঘরের পাখার সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে সজল।
সজলের বাবা আবু তাহের জানান, সজল টেক্সটাইলের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং করে প্রায় ৮ বছর ধরে চাকরির চেষ্টা করছিল। কিন্তু চাকরি পাচ্ছিলনা সে।
এ কারণে বেশ কিছু দিন ধরে চরম হতাশায় ভুগছিল তার ছেলে। সব সময় মন খারাপ করে থাকত। আর এজন্যই সজল আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে দুপুরে পুলিশ আবু তাহেরের বাড়ি থেকে সজলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।