১৮ জুলাই, ২০২৩

উল্লাপাড়ায় চাকরি না পেয়ে প্রকৌশলীর আত্মহত্যা

দীর্ঘদিন ধরে বেকার জীবন কাটিয়ে হতাশাগ্রস্থ এবনুল হাসান সজল (৩২) নামের এক প্রকৌশলী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সজল এই মহল্লার আবু তাহেরের ছেলে। ঘরের পাখার সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে সজল। 

সজলের বাবা আবু তাহের জানান, সজল টেক্সটাইলের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং করে প্রায় ৮ বছর ধরে চাকরির চেষ্টা করছিল। কিন্তু চাকরি পাচ্ছিলনা সে।

এ কারণে বেশ কিছু দিন ধরে চরম হতাশায় ভুগছিল তার ছেলে। সব সময় মন খারাপ করে থাকত। আর এজন্যই সজল আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে দুপুরে পুলিশ আবু তাহেরের বাড়ি থেকে সজলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।