
কক্সবাজার: ইয়াবা পাচার মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড।-ছবি মুক্ত প্রভাত
৮৩ হাজার ৬০০ পিচ ইয়াবা পাচারের মামলায় একজন আসামীকে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৫ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রবিববার ৯ জুলাই এ রায় ঘোষণা করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলেন : কক্সবাজারের টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার মৃত রাহমত হোসাইনের পুত্র সৈয়দ আলম প্রকাশ ভূট্টো।
রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপর ৩ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট নুর সোলতান ও অ্যাডভোকেট মোঃ তানভীর শাহ মামলাটি পরিচালনা করেন।