৯ জুলাই, ২০২৩

ইয়াবা পাচার মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

ইয়াবা পাচার মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

৮৩ হাজার ৬০০ পিচ ইয়াবা পাচারের মামলায় একজন আসামীকে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৫ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রবিববার ৯ জুলাই এ রায় ঘোষণা করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামী হলেন : কক্সবাজারের টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার মৃত রাহমত হোসাইনের পুত্র সৈয়দ আলম প্রকাশ ভূট্টো।

রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপর ৩ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট নুর সোলতান ও অ্যাডভোকেট মোঃ তানভীর শাহ মামলাটি পরিচালনা করেন।