তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা তাঁর আপিল মঞ্জুর করা হয় শনিবার সকালে অনুষ্ঠিত শুনানিতে।
মনোনয়ন বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, নির্বাচন কমিশনে করা আপিল মঞ্জুর হওয়ায় তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহের অভিজ্ঞতাকে ‘ভিন্ন রকম’ উল্লেখ করে তিনি বলেন, দেশে-বিদেশে অনেক মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন, শুভকামনা ও দোয়া করেছেন। এ লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নিজের পছন্দের ফুটবল প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করবেন বলেও জানান তাসনিম জারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে তিনি উল্লেখ করেন। প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন জানান, প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর থাকলেও প্রস্তাবক ও সমর্থক হিসেবে দেওয়া ১০ জনের মধ্যে ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচনবিধি অনুযায়ী মনোনয়ন বাতিল করা হয়।
উল্লেখ্য, তাসনিম জারা আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে তিনি দলটি ছাড়েন এবং পরে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে এসব শুনানি অনুষ্ঠিত হচ্ছে।