—ছবি সংগৃহিত
আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের প্রার্থিতা প্রত্যাহারের কড়া নির্দেশ দিয়েছে বিএনপি।
নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর এক আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস)’ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এসময় বিএমসিএসের সভাপতি মারুফা রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্রোহীদের প্রতি কঠোর বার্তা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, "আমাদের মতো বিশাল দলে যোগ্য প্রার্থীর অভাব নেই। তবে দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি, তপশিল ঘোষিত সময়সীমার মধ্যেই তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। অন্যথায় দল গঠনতান্ত্রিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।"
তিনি আরও যোগ করেন, ইতিমধ্যে অনেকেই প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে দলকে আশ্বস্ত করেছেন। প্রত্যাহারের শেষ সময় নাগাদ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমানের নেতৃত্ব ও জনগণের আকাঙ্ক্ষা
নজরুল ইসলাম খান প্রয়াত চেয়ারপারসনের স্মৃতিচারণ করে বলেন, "বেগম খালেদা জিয়া তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে রেখে গেছেন। তিনি বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব এবং রাজনীতির প্রধান অংশীদার। এদেশের মানুষ তার নেতৃত্বেই ইতিবাচক পরিবর্তন দেখতে চায়।"
নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে এই সিনিয়র নেতা বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমরা সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দীর্ঘ দিন ধরে বলে আসছি। নির্বাচন বিঘ্নিত হয় এমন কোনো কাজ বিএনপি করছে না এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত।"
নির্বাচনী ইশতেহার দ্রুতই
দলের নির্বাচনী ইশতেহার সম্পর্কে নজরুল ইসলাম খান জানান, ইশতেহার প্রণয়ন কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই এটি জনসম্মুখে প্রকাশ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
অনুষ্ঠান শেষে তিনি সংগঠনের সদস্যদের নিয়ে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও মোনাজাত করেন।